তৃণমূলের এক মন্ত্রীর অফিসে অগ্নিকাণ্ড! কেমন আছেন তিনি? জেনে নিন

tmc

তৃণমূলের এক মন্ত্রীর অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল দরকারী কাজগপত্র থেকে কম্পিউটার। শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। সুন্দরবনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকেই নিজের যাবতীয় কাজকর্ম চালাতেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। তবে আগুন লাগার সময়ে সেই দলীয় কার্যালয়ে কেউ ছিলেন না। ফলে বড়সড় বিপদ হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে আগুন লাগার ঘটনার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Advertisements

জানা গিয়েছে, এ দিন সকালে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা । এরপরেই এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ৷ প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন দমকলের আধিকারিকরা এসে আগুন নেভানোর কাজে হাত দেয়।

   

এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সংবাদমাধ্যমকে বলেন যে, ” “কার্যালয়ে কীভাবে আগুন লেগেছে আমি জানি না । স্থানীয়রা দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখে আমাদের কর্মী সমর্থকদের ফোন করে খবর দেন ৷ ঘটনাস্থলে আমাদের কর্মী সমর্থকেরা পৌঁছে দেখেন দলীয় কার্যালয়ের ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে।” তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নিশ্চিত করে বলা যায়নি। তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Advertisements