Tollygunge: টলিপাড়ায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মন্ত্রী

টালিগঞ্জের(Tollygunge) কুঁদঘাট এলাকায় এক প্রযোজনা সংস্থার গুদামে আগুন৷ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে উপস্থিত দমকলের ১৫ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। উপস্থিত হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

দমকল সূত্রে খবর, ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে গুদাম। সেই সময় গুদামে কেউ ছিল না তাই মৃত্যুর খবর মেলেনি। কিন্তু পুড়ে ছাই হয়েছে বহু জিনিসপত্র৷ 

   

সূত্রের খবর, আগুন প্রথমে দেখতে পান স্থানীয়রা৷ সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত আগুনের গ্রাসে চলে আসে গোটা গুদামটি। বিকট শব্দে ভেঙে পড়ে টিনের শেড। 

টালিগঞ্জের বাবুরাম ঘোষ রোডে ওই প্রযোজনা সংস্থার গুদামটি। এলাকা ঘন জনবসতিপূর্ণ হওয়ায় বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। আগুনের তাপ এতটাই বেশী আশেপাশের বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গুদামটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না বলেই জানিয়েছে স্থানীয়রা।

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে স্টুডিওর গুদামে থাকা একাধিক অত্যাধুনিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রায় কোটি টাকার ক্ষতির সম্ভাবনা বলে জানা গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন