ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলায় মহাকরণের (Writers Building) ৫ নম্বর গেটের ভেতরে আগুন লেগে যায়। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যদিও এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।
Advertisements
যদিও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র দফতরের একটি ঘরে আগুন লেগে যায় মঙ্গলবার। এদিন ৬টার পরে আগুন লাগে বলে খবর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে হাজির হন দমকল মন্ত্রী সুজিত বসু।
Advertisements
শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করছেন দমকল কর্মীরা। দমকল মন্ত্রী ছাড়াও ঘটনাস্থলে হাজির হয়েছেন স্বরাষ্ট্র সচিব, সিপি, মুখ্যসচিব।


