
কলকাতা: বড়দিন উপলক্ষে শহরবাসীর জন্য স্বস্তির খবর দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। উৎসবের রাতে বাড়তি ভিড় সামাল দিতে আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ব্লু ও গ্রিন দু’টি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনে বেশি রাত পর্যন্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে এই বিশেষ সময়সূচির কথা জানানো হয়েছে।
ক্রিসমাস মানেই কলকাতার রাস্তায় আলাদা উন্মাদনা। পার্ক স্ট্রিটের আলো ঝলমলে সাজ, ময়দানের খোলা আকাশের নীচে ভিড়, রবীন্দ্রসদন থেকে কালীঘাট পর্যন্ত মানুষের ঢল—সব মিলিয়ে শহর যেন এক রাতের জন্য জেগে ওঠে। বিভিন্ন গির্জায় প্রার্থনা, বন্ধুদের সঙ্গে রাতভর আড্ডা কিংবা শহর ঘোরার পরিকল্পনা করেন বহু মানুষ। এই বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই যাত্রীদের সুবিধার্থে মেট্রো পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে বড়দিনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ওই দিন ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো চলবে, যা সাধারণ দিনের তুলনায় কিছুটা কম। তবে পরিষেবার সময় বাড়ানো হওয়ায় যাত্রীদের অসুবিধা হবে না বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে ব্লু লাইনে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
সকালের দিকে মেট্রোর সময়সূচিতে তেমন কোনও বড় পরিবর্তন নেই। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। উলটো দিক অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও বড়দিনে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে, যা সাধারণ দিনের তুলনায় সামান্য পরিবর্তিত।
তবে দিনের শেষ মেট্রোর সময়সূচিতে উল্লেখযোগ্য বদল আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো সাধারণ দিনে রাত ৯টা ২৮ মিনিটে ছাড়লেও বড়দিনে সেটি চলবে রাত ১০টা ২৩ মিনিটে। একইভাবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ২০ মিনিটে। এছাড়াও, শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত, যা উৎসবের রাতে যাত্রীদের জন্য বড় স্বস্তি।
অন্যদিকে, গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বড়দিনে এই লাইনে চলবে মোট ২০১টি মেট্রো। যাত্রীরা এখানে প্রতি ৬ মিনিট অন্তর পরিষেবা পাবেন।
সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে, আর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৪৫ মিনিটে। দুই প্রান্তিক স্টেশন থেকেই দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো বড়দিনে চলবে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত, যেখানে সাধারণ দিনে সেটি শেষ হয় রাত ১০টা ১৩ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি শহরবাসী। উৎসবের রাতে নিরাপদ ও ঝামেলামুক্ত যাতায়াতের জন্য এই বাড়তি পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত যাত্রীদের। বড়দিনের আনন্দ উপভোগ করে নিশ্চিন্তে বাড়ি ফেরার পথ আরও সহজ হল কলকাতা মেট্রোর হাত ধরে।










