Partha Chatterjee: অপা বাড়ির মধু যামিনী শেষ, জেলের কমোডে ঢুলছেন পার্থ

পার্থ চুনোপুঁটি। মাথাকে টেনে আনব। হুঁশিয়ারি CPIM সাংসদ আইনজীবী বিকাশ ভট্টাচার্যের।

Partha Chatterjee, Arpita Mukherjee

কমছে ওজন। তবে এখনও ১০০ কেজির নিচে নামেনি। উঠতে বসতে কষ্ট হয় (Partha Chatterjee) পার্থবাবুর। কিছুই করার নেই। জেলের নিয়মে তিনি যা পাবেন তাই মেনে নিতে হবে। তবে বয়স ও বিভিন্ন অসুবিধার কারণে প্রাক্তন মন্ত্রীর জন্য কমোড ব্যবস্থা করা হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দিদশা চলছে কোটি কোটি কালো টাকা লেনদেনের তদন্তে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের।

Partha Chatterjee: অপা বাড়ির মধু যামিনী শেষ, জেলের কমোডে ঢুলছেন পার্থ

   

১৪ দিন পরে কী হবে? তিনি কি জামিন পাবেন নাকি জেলেই থাকবেন তাও আইনি চর্চিত বিষয়। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের যুক্তি, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ইডি যেসব যুক্তি তুলে ধরেছে তা পরবর্তী শুনানিতে ধাক্কা খাবে। তিনি জামিন পাবেন এমনই আশা।

নারদ ঘুষ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা কী বলছেন? পড়ুন: 

‘তৃণমূলের প্রথম সারির নেতাদের কী হাল হয় দেখুন’, শুভেন্দুর নিশানায় কে?

শিক্ষক নিয়োগ সহ একাধিক নিয়োগ দুর্নীতির তদন্তে বেআইনি লেনদেনের অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেরা চালিয়ে যাচ্ছে ইডি। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় আলিপুর মহিলা সংশোধনাগারে জেরার মুখোমুখি।

Partha Chatterjee: অপা বাড়ির মধু যামিনী শেষ, জেলের কমোডে ঢুলছেন পার্থ

<

p style=”text-align: justify;”>পার্থ-অর্পিতার কাছ থেকে যে সব নথি সংগ্রহ করা হয়েছে তার ভিত্তিতে পরবর্তী তদন্ত চালাচ্ছে ইডি। সূত্রের খবর, পার্থবাবু যেসব তথ্য দিয়েছেন তাতে অনেক নেতা মন্ত্রী এখন ইডি নজরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন