HomeWest BengalKolkata CitySIR ফর্ম বিতরণে পক্ষপাত, BLO-দের কড়া বার্তা কমিশনের

SIR ফর্ম বিতরণে পক্ষপাত, BLO-দের কড়া বার্তা কমিশনের

- Advertisement -

কলকাতা: ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে এবার বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসার (BLO)–দের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়ার পর কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে— বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করতেই হবে, এর বাইরে অন্য কোনও পদ্ধতি গ্রহণযোগ্য নয়। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আধিকারিকদের শোকজ নোটিস, বিভাগীয় তদন্ত এমনকি প্রশাসনিক শাস্তির মুখেও পড়তে হতে পারে।

প্রশাসনিক সূত্রে খবর, SIR কর্মসূচি শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলা থেকে কমিশনের কাছে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। অভিযোগের মূল সুর প্রায় এক বাড়ি বাড়ি না গিয়ে রাস্তায়, দলের অফিসে, বা নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বহু BLO। আরও গুরুতর অভিযোগ হল, কোথাও কোথাও BLO নিজেও অনুপস্থিত, তাঁর বদলে রাজনৈতিক দলের কর্মীরা ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দিচ্ছেন। অভিযুক্ত জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে, পাড়ার মোড়ে বেঞ্চ পেতে, ক্লাবঘরে বসে, এমনকি শাসক দলের পার্টি অফিস থেকেও SIR ফর্ম বিতরণ করা হচ্ছে। এর জেরে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করে।

   

সরকারি নিয়ম অনুযায়ী, SIR তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকা বাধ্যতামূলক, এবং সেই কারণেই কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ফর্ম বিতরণকে বাধ্যতামূলক করেছে। কারণ, ফর্ম বিতরণে দলীয় প্রভাব ঢুকে পড়লে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, বিয়োজন বা সংশোধনের ক্ষেত্রে ইচ্ছাকৃত পক্ষপাত বা কারচুপির আশঙ্কা তৈরি হতে পারে। আর এই আশঙ্কাই বাস্তবে রূপ নিতে পারে বলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন যে, SIR প্রক্রিয়ায় নিয়ম মানা হচ্ছে না, এবং এতে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চলছে। এমনকি তিনি সরাসরি BLO-দের সতর্ক করে বলেছিলেন, “নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে বিহারের ৫২ জন BLO–র মতো অবস্থা হবে। সময় থাকতে শুধরে যান।” বিরোধী শিবিরের আরও অভিযোগ, SIR ফর্ম নির্দিষ্ট রাজনৈতিক প্রভাবাধীন জায়গা থেকে দেওয়া মানে ভোটার তালিকা তৈরির ভিত্তিটাই পক্ষপাতদুষ্ট করে ফেলা। কারণ ভোটারের তথ্য কার মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে, তা তালিকার শুদ্ধতা এবং গ্রহণযোগ্যতাকে সরাসরি প্রভাবিত করে।

অভিযোগের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় বিষয়টি নিয়ে শনিবার জরুরি পর্যালোচনা বৈঠক করে কমিশন। সেই বৈঠকেই ঠিক হয়, যেসব অঞ্চলে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ এসেছে বা প্রমাণ মিলেছে, সেখানে সংশ্লিষ্ট BLO–দের শোকজ নোটিস পাঠানোর পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হবে। এই নির্দেশ ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)–দের কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন আরও জানায়, ফর্ম বিতরণে কোনওভাবেই রাজনৈতিক ব্যক্তি, কর্মী বা সংগঠনের অংশগ্রহণ থাকতে পারবে না, এমন তথ্য প্রমাণ মিললে তা গুরুতর প্রশাসনিক লঙ্ঘন হিসেবেই দেখা হবে।

প্রশাসনের একটি অংশ জানিয়েছে, BLO-রা নির্বাচন কমিশনেরই প্রতিনিধি। ফলে তাঁদের কাজের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়া মানে গোটা নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়া। এই কারণে কমিশন এবার কোনওরকম আপসের পথে হাঁটছে না। ইতিমধ্যেই কিছু জেলায় অভিযোগভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, পাশাপাশি ক্ষেত্র পর্যায়ে সারপ্রাইজ ভিজিট, তথ্য যাচাই এবং ডিউটি রেকর্ড খতিয়ে দেখা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই তদন্তের ফলাফলে অভিযুক্ত আধিকারিকরা শুধুমাত্র সাময়িক বরখাস্তই নন, ভবিষ্যতে কর্মজীবনে স্থায়ী প্রভাব ফেলে এমন শাস্তির মুখেও পড়তে পারেন।

রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্তের প্রভাব তীব্র। বিজেপি একে স্বাগত জানিয়ে বলেছে, “গণতন্ত্রের স্বার্থে সঠিক পদক্ষেপ, আমরা নজরদারি চালিয়ে যাব।” তৃণমূলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট আধিকারিকের ভুলকে রাজনৈতিক রঙ না দিয়ে কমিশনের তদন্তে ভরসা রাখা উচিত। অন্যদিকে নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের বক্তব্য, সঠিক ভোটার তালিকা গণতন্ত্রের মূল ভিত্তি, ফলে নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার প্রতিটি অভিযোগকেই গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে SIR প্রক্রিয়ায় গাফিলতি, পক্ষপাত বা নিয়ম ভাঙা কোনওটাই বরদাস্ত করা হবে না। ফর্ম বিতরণে অনিয়ম এখন আর ছোটখাটো ত্রুটি নয়, বরং এটি গণতান্ত্রিক কাঠামোয় সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে BLO–দের জন্য কমিশনের নির্দেশ একেবারেই স্পষ্ট নিয়ম মেনে চলুন, নইলে প্রশাসনিক ও আইনি পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular