Vampire: মধ্যরাতে রাজ্যে ‘ভ্যাম্পায়ার’ হানা? মমতা সরকারের ভয় কী জানি কী হয়

রাজ্যপাল সি ভি আনন্দ বোস এখন রাজ্য সরকারের নজরে ভ্যাম্পায়ার (Vampire) সমতুল্য। বিকট ভয়াল কলো বাদুড় অর্থাৎ ভ্যাম্পায়ারের প্রসঙ্গ এনে রাজ্যপালের হুঁশিয়ারিকে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কটাক্ষ, শহরে নতুন ভ্যাম্পায়ার, সবাই সাবধানে থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী এখন রাক্ষস প্রহরের অপেক্ষায় আছি। তবে রাজ্যপালের হুঁশিয়ারি ঘিরে সরকারের অন্দরে কী জানি কী হয় চিন্তা। রাজভবন ও নবান্ন সংঘাত চরমে। এদিকে জি ২০ নৈশভোজে রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের হঁশিয়ারি বার্তা দিল্লিতেও তীব্র আলোচিত। অস্বস্তিতে মমতা।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ ঘিরে আচার্য তথা রাজ্যপালের সাথে রাজ্য সরকারের সংঘাত তীব্র। সি ভি আনন্দ বলেছেন, অপেক্ষা করুন। দেখুন মধ্যরাতে কী পদক্ষেপ নিই। তাঁর হুঁশিয়ারিতে রাজ্য সরকারের অন্দর মহলে তীব্র আলোড়ন পড়েছে। এই হুঁশিয়ারির পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষ করে ‘ভ্যাম্পায়ার’ শব্দ উল্লেখ করেন। এতে বিতর্ক আরও বেড়েছে। রাজ্যপাল কী করতে চান মধ্য রাতে? এই প্রশ্নে আলোড়িত রাজ্যবাসী।

   

বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ ঘিরে বিতর্কের মাঝে শুক্রবার রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকের পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু। এই মন্তব্য নিয়ে শনিবার রাজ্যপাল ‘মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার’ হুঁশিয়ারি দেন। এরপরই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। শাসক দল তৃণমূল চিন্তিত। বিরোধী দল বিজেপি নীরব। সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্যরা জল মাপছে। মনে করা হচ্ছে আজ মধ্যরাতে রাজভবনের তরফে বড় কোনও পদক্ষেপ করা হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন