SSC Scam: শিক্ষামন্ত্রীকে ডেকে স্বচ্ছ দায়িত্ববোধের বার্তা দিলেন রাজ্যপাল

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে জেরবার রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই জেরার মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এর মধ্যে রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এবং শিক্ষা দফতরের সচিব মনীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল।

প্রায় দু’ঘন্টা ধরে চলে বৈঠক। রাজভবনের তরফে একটি ট্যুইট প্রকাশ করে বলা হয়েছে। দু’ঘণ্টার বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে কথা হয়েছে রাজ্যপালের।

   

রাজনৈতিক মহলের আগে থেকেই ধারণা ছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। দুই মন্ত্রীর সিবিআই তলব নিয়েও আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে স্বাচ্ছতার ক্ষেত্রে দুই জনকে মন্ত্রীসভার সদস্যপদ থেকে সরানোর বিষয়েও আলোচনা হয়েছে।

যদিও এধরনের তলব নতুন কিছু নয়। এর আগে একাধিক বিষয় নিয়ে তলব করা হয়েছে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের। কিন্তু শিক্ষায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক দুর্নীতির মধ্যে রাজ্যপালের তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন