Partha Chatterjee: ‘দল জানত’, পার্থকে জেলে রেখে জেরা করতে মরিয়া ইডি

Partha Chatterjee,Arpita Mukherjee ,SSC Scam

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে পেশ করা হবে প্রাক্তন মন্ত্রী (Partha Chatterjee) পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, দুজনকেই ফের জেলে রেখে জেরা করতে মরিয়া ইডি। দুজনের বিপুল কালো টাকা উদ্ধার ও একাধিক ভুয়ো সংস্থা, বাগানবাড়ি যে নিয়োগ দুর্নীতির হিমশৈল চূড়া তা বুঝে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে ইডি। তবে ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের জেরায় জানান, ‘দল সব জানত’।

Partha Chatterjee: 'দল জানত', পার্থকে জেলে রেখে জেরা করতে মরিয়া ইডি

   

partha,moneyপার্থ ও অর্পিতাকে হেফাজতে রাখার মেয়াদ বাড়াতে চায় ইডি। আগামী দিনে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাতে তার ইডি।

নিয়োগ দুর্নীতিতে ইডিকে সহযোগিতা করছেন অর্পিতা। তবে অর্পিতা দাবি করছেন তাঁর অজান্তে দুটি ফ্ল্যাটে বিপুল টাকা রাখা হয়েছে। এমনকি ওই টাকা সম্পর্কে অবগত ছিলেন না। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি নাম হাতে পেয়েছে ইডি।

Partha Chatterjee avoided multiple questions during the CBI interrogation

কে তারা ? কতটা প্রভাবশালী এ বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করছে ইডি। সেই তালিকাকে সামনে রেকজে আগামী দিনে অভিযান চালাতে পারে ইডি। এর জন্য রাজ্যজুড়ে কয়েকটি টিমে ভাগ করে অভিযান শুরু হবে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তৃণমূল নেতা ইডি নজরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন