Cow Smuggling: অনুব্রত-ঘনিষ্ট ৪ জনকে তলব করল ইডি

গরু পাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ ৪ জনকে তলব করল ইডি। বর্তমানে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলে রয়েছেন। তদন্ত…

গরু পাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ ৪ জনকে তলব করল ইডি। বর্তমানে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলে রয়েছেন। তদন্ত প্রক্রিয়া চলছে। এই চার অনুব্রত-ঘনিষ্টকে আগামি ৪ অগাস্ট দিল্লির ইডি-র অফিসে ডেকে পাঠানো হয়েছে।

Advertisements

জানা যাচ্ছে, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ, তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ, তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং ওমর শেখকে আগামী ৪ অগাস্ট দিল্লিতে তলব করেছে ইডি।

Advertisements

এর আগে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে তার বাড়িতে খানাতল্লাশির পর আটক করে নিয়ে যায় সিবিআই। বিশ্বজ্যোতি অনুব্রতর ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। গরু পাচার সংক্রান্ত তথা রাইস মিল নিয়েও বেশ কিছু তথ্য হাতে পাওয়ার জন্য আটক করা হয়েছিল তাঁকে।

গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নামে কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। বারবার জামিনের আবেদন করেও প্রত্যেকটা খারিজ হয়ে গিয়েছে। সম্প্রতি, তাঁর নামে আরও কিছু বেআইনি সম্পত্তির হদিশ এবং তাঁর কালো টাকার সন্ধানও পেয়েছে সিবিআই।