Advertisements

ব্যবসায়ীর বাড়ি থেকে এখনও অবধি ১৫ কোটি টাকা উদ্ধার করল ED

গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়িতে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালায় ED-র দল। উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এদিকে কলকাতার মোবাইল অ্যাপ প্রতারণা মামলায় এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা উদ্ধার করল ইডি বলে খবর।

Advertisements

শনিবার সকালে মোবাইল অ্যাপ প্রতারণা মামলায় কলকাতা শহরের একাধিক জায়গায় অভিযানের মধ্যেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এখনও গণনা চলছে। টাকার পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে আপনি যেখানে হাত দেবেন সেখানেই টাকা পাবেন। বাংলায় কালো টাকা উড়ে বেড়াচ্ছে। খাটের তলায় এখন কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে। পশ্চিমবঙ্গে যে লুঠের রাজত্ব এবং সেই ভাগাভাগি কে কতটা পাচ্ছে তার তর্ক-বিতর্ক করে লাভ নেই। যে বাংলা সংস্কৃতির দিক থেকে এগিয়ে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সেই বাংলার কী অবস্থা হয়ে গিয়েছে।’

ইডি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘ই-নাগেটস’ নামে গেমিং অ্যাপের আধ ডজন জায়গায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বিধানের অধীনে কেন্দ্রীয় সংস্থা এই অভিযান চালিয়েছে এবং এর প্রবর্তককে আমির খান এবং অন্যান্যদের হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Advertisements
Advertisements