HomeWest BengalKolkata CityED Raid Kolkata: কলকাতায় ইডি হানা, ব্যবসায়ীর খাটের তলায় ১২ কোটি উদ্ধার

ED Raid Kolkata: কলকাতায় ইডি হানা, ব্যবসায়ীর খাটের তলায় ১২ কোটি উদ্ধার

অন লাইন অ্যাপ গেম ব্যবসার ফাঁদ পেতে চলত টাকা লুট

- Advertisement -

খাটের নিচে থরে থরে টাকা, কলকাতায় চলছে ইডি অভিযান (ED Raid Kolkata)। পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে চলছে অভিযান।কমপক্ষে ১২ কোটি উদ্ধার বলে জানা যাচ্ছে। তল্লাশি চলছে।

গার্ডেনরিচের ব্যবসায়ী নিসান খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি কালো টাকা। তার খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা কীভাবে এলো জিজ্ঞাসাবাদ করছে ইডি। কমপক্ষে সাত কোটি মিলেছে বলে জানা যাচ্ছে। তবে আরও গণনা বাকি।

   

শনিবার কলকাতার একযোগে তিন জায়গায় অভিযানে ইডি৷ এর মধ্যে গার্ডেনরিচে নিসান খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে মিলেছে টাকার পাহাড়। তার বাড়িতে উপস্থিত হয়েছে ব্যাঙ্কের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা সিল করে চলছে অভিযান।

তৃণমূল সরকারের আমলে দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড় থেকে নগর ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। শনিবারের অভিযানের কারণ এখনও অবধি জানা যায়নি৷ অনুমান, আর্থিক দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular