Partha Chatterjee: ২৪ ঘন্টার বেশি সময় ধরে ইডি জেরায় ফের অসুস্থ পার্থ

গ্রেফতারির সম্ভাবনা তৃ়ণমূল মহাসচিবের

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়েছিল ৮ জন ইডির আধিকারিকরা৷ ২৪ ঘন্টা পার হয়েছে জেরা চলছে।ফের অসুস্থ বোধ করছেন রাজ্যের মন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য রাউত জানিয়েছেন, সকালবেলা অসুস্থ বোধ করছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ চিকিৎসকদের খবর দেওয়ার পর তাঁরা উপস্থিত হয়েছেন। মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য উপস্থিত হয়েছেন দু’জন চিকিৎসক৷

   

প্রসঙ্গত, রাত ১০ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বাড়ানো হয়েছে কেন্দ্র বাহিনী সংখ্যা। আলাদা করে ফের আনা হয়েছে ইডির আধিকারিকদের৷ সেইসঙ্গে রাত দু’টো নাগাদ মন্ত্রীর বাড়ির সামনে বেড়েছে রাজ্য পুলিশের সংখ্যাও৷ দু’একবার বাড়ির বাইরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য রাউত বের হলেও আর কাউকে বের হতে দেখা যায়নি।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে এখন রয়েছেন ইডির আধিকারিকরা। এখনও অবধি ২১ কোটি টাকা গুনতে পেরেছেন তাঁরা। এখনও চলছে টাকা গোনার কাজ।

ইডি সূত্রে খবর, অর্পিতার থেকে পাওয়া উত্তরে সন্তুষ্ট নন ইডির আধিকারিকরা। কোথা থেকে এই বিপুল টাকার উৎস? তা পরিষ্কারভাবে জানাচ্ছেন না অর্পিতা৷ তবে বেলঘড়িয়াতেও বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার? এই বিপুল সম্পত্তি কীভাবে এল? তদন্ত করছেন ইডির আধিকারিকরা৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন