Job Scam: কতটা অসুস্থ কালীঘাটের কাকু? হাসপাতালে ঢুকল ইডি

sujay krishna vadra

নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ। বারবার ভর্তি হয়েছেন হাসপাতালে। সেই অভিযুক্তের খোঁজ নিতে আচমকাই এসএসকেএম-এ হাজির ইডি। বুধবার সকালে কেন্দ্রীয় সংস্থার একটি টিম পৌঁছে যায় হাসপাতালে। সুজয়কৃষ্ণের স্বাস্থ্যের খোঁজ নিতেই তারা হাসপাতালে গিয়েছেন বলে জানা যায়।

চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা। একটানা প্রায় ২ মাস ধরে সুজয়কৃষ্ণ হাসপাতালে ভর্তি থাকায়, তদন্ত কার্যত আটকে আছে। সে কারণেই এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। গ্রেফতার হওয়ার কিছুদিনের পর থেকেই অসুস্থ বোধ করেন সুজয়কৃষ্ণ ওরফে “কালীঘাটের কাকু”। তখনই তাকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা-নিরিক্ষার পর জানিয়েছিলেন, তার অস্ত্রোপচার প্রয়োজন। সুজয়কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে করা হয় তার অপারেশন। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। জেলে ফেরার পরই ফের সুজয়কৃষ্ণ জানান, তার বুকে ব্যাথা শুরু হয়েছে।

   

গত আগস্ট মাসের শেষের দিকে ফের এসএসকেএম-এ ভর্তি করা হয় তাকে। সেই থেকে আর জেলে ফেরেননি সুজয়কৃষ্ণ। তিনি ঠিক কতটা অসুস্থ? এতদিন ধরে কেন তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই হাসপাতালে গিয়েছিল ইডি।

উল্লেখ্য, নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পর তিনি বারবার অসুস্থ হয়ে পড়ায় ইডি-র তদন্তে অসুবিধা হচ্ছে। সুজয়ের কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়নি এখনও। এদিকে এই দু মাসের মধ্যে তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এ তল্লাশি চালিয়েছে ইডি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন