ED: ভোটের আগে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা

chandranath sinha

লোকসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে মিলল লক্ষ-লক্ষ টাকা। ইডি সূত্রের খবর এবার মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই অর্থের পরিমাণ ৪১ লক্ষ টাকা । রাজ্যের বিভিন্ন মন্ত্রিদের গ্রেফতার করার পাশাপাশি উঠে আসে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামও । সেই বিষয়কেই কেন্দ্র করে গতকাল ইডির আধিকারীকরা হানা দেন মন্ত্রীর বীরভূমের বাড়িতে ।

Advertisements

গতকালই শহর কলকাতার একাধিক এলাকার পাশাপাশি বীরভূমের বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা । একটানা ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চলার পাশাপাশি মন্ত্রীকে চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের মারফৎ জানা যায় নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করেই মন্ত্রীর বাড়িতে চলে এই তল্লাশি এতে উদ্ধার হয় ৪১ লক্ষ্য টাকা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে আরও জানা যায় মন্ত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটির পরীক্ষার জন্য সিএফএসএল-এ পাঠানো হতে পারে।

   

টানা ১৪ ঘণ্টার তল্লাশির পরে উদ্ধার হয়েছে ৪১ লক্ষ্য টাকা।এছারাও তল্লাশিতে উদ্ধার হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ নথি। তবে মন্ত্রী জানিয়েছেন তিনি ইডিকে সহযোগিতা করবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সংবাদমাধ্যমে গোটা বিষয়টিকে “রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements