সকাল থেকে ইডি ঘেরাটোপে মন্ত্রী জ্যোতিপ্রিয়, প্রবল টেনশনে মমতা

শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, তার আপ্ত সহায়ক অমিত দের বাড়িতেও ইডির তল্লাশি। তবে এখানেও ঘটেছে এক নাটকীয় ঘটনা। পুজোর ছুটিতে অমিত দে সপরিবারে পুরীতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তারা তড়িঘড়ি ফিরে এলেন কলকাতায়, দশ ঘণ্টা ধরে অপেক্ষা এনফোর্সমেন্ট ডিরেক্টরের।

জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের গাড়িতে করেই অমিত দে সহ তার পরিবারকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। এই অমিত দে কলকাতার কলেজ স্ট্রিটে এক সময় বই বাঁধাইয়ের কাজ করতেন। হতদরিদ্র পরিবার থেকে এসে হঠাৎ করে তার এই বিপুল পরিমাণ উত্থান কিভাবে? এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কি সম্পর্ক ?

   

এর সঙ্গে যে দুর্নীতির খবর আসছে তার সঙ্গে অমিত দে কোনও ভাবে জড়িত কিনা এই গোটা বিষয় সম্পর্কে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন