
কলকাতা: বাংলার বিশিষ্টজনেদের নাগরিকত্ব নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার নির্বাচন কমিশনের ‘টার্গেট’ মোহনবাগান তথা ময়দানের ‘বস’ টুটু বোস। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর শুনানিতে হাজির হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট বাঙালি শিল্পোদ্যোক্তাকে সপরিবার নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী ১৯ জানুয়ারি তাঁকে সশরীরে উপস্থিত হয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অসুস্থতা উপেক্ষা করে হাজিরার নির্দেশ
টুটু বোস বর্তমানে অত্যন্ত অসুস্থ। পারিবারিক সূত্র অনুসারে, বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে তিনি এখন শয্যাশায়ী এবং হুইলচেয়ার ছাড়া তাঁর এক পা-ও চলাচলের ক্ষমতা নেই। এই শারীরিক অবস্থায় ১৯ তারিখ তাঁকে সশরীরে হাজিরা দিতে বলায় কমিশনের মানবিকতা ও প্রশাসনিক সংবেদনশীলতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ক্রীড়া ও শিল্প জগতের এই পরিচিত মুখকেও কেন নাগরিকত্ব প্রমাণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অগুনতি মানুষ।
তৃণমূলের তোপ: বাঙালির ওপর অত্যাচারের জবাব হবে ব্যালটে ECI citizenship notice
প্রাক্তন তৃণমূল সাংসদকে এই নোটিস পাঠানোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আগুন চড়েছে। শাসকদলের ঘনিষ্ঠ মহলের অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপি পরিকল্পিতভাবে বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিশানা করছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, SIR-এর নামে আসলে বেছে বেছে বাঙালি ও তৃণমূলপন্থী পরিচিত মুখদের হেনস্থা করা হচ্ছে। তাঁদের হুঁশিয়ারি, “নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বাংলা, বাঙালি আর বঙ্গবাসীর ওপর যে অত্যাচার চালাচ্ছে, তার যোগ্য জবাব বাংলার মানুষ আসন্ন নির্বাচনেই দেবে।”
SIR ও নাগরিকত্ব বিতর্ক
সম্প্রতি ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ নাম বাদ যাওয়া এবং বিশিষ্টদের কাছে নাগরিকত্ব প্রমাণের নোটিস যাওয়া নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, এনআরসি-র ধাঁচে এই SIR প্রক্রিয়া তিনি মেনে নেবেন না। এখন টুটু বোসের মতো হেভিওয়েট প্রাক্তন সাংসদকে তলব করায় সেই বিতর্ক নতুন মাত্রা পেল।










