প্রকাশিত ২০২৬ সালের পুজোর সময়সূচি, জেনে নিন তারিখগুলি

কলকাতা: বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় পরের বছরের পুজোর অপেক্ষা। ‘আসছে বছর আবার হবে’ এই প্রবাদবাক্যের মধ্য দিয়েই যেন বছরভর বাঙালি নতুন করে আশায় বুক বাঁধে। ইতিমধ্যেই জানা গিয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ দিনক্ষণ—কবে মহালয়া, কবে ষষ্ঠী, কবে কোজাগরী পূর্ণিমা, এমনকি কবে কালীপুজো ও দীপাবলিও। এক নজরে দেখে নিন আগামী বছরের পূজোর ক্যালেন্ডার।

মহালয়া ২০২৬: দেবীপক্ষের সূচনা

   

আগামী বছর মহালয়া পড়ছে ১০ অক্টোবর ২০২৬ (শনিবার)। এই দিনেই পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হয়। মহালয়ার ভোরে ‘চণ্ডীপাঠ’ এবং ‘মহিষাসুরমর্দিনীর’ সুরে মাতোয়ারা থাকে গোটা বাংলা। দেবী দুর্গার আগমনের প্রতীক্ষায় তখনই শুরু হয় উৎসবের প্রস্তুতি।

Also Read |   “POK-তে বিক্ষোভ! নিহত ১২ নাগরিক, উঠেছে শাসকবিরোধী স্লোগান

পুজোর মূল দিনগুলি: ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত

মহালয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হবে দেবীর আরাধনা। ২০২৬ সালে দূর্গাপুজোর দিনগুলি নিম্নরূপঃ

মহাষষ্ঠী: ১৭ অক্টোবর (শনিবার)

মহাসপ্তমী: ১৮ অক্টোবর (রবিবার)

মহাষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার)

মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)

বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মহোৎসব। মহাষষ্ঠীতে দেবীর চক্ষুদান, সপ্তমীতে কলাবউ স্নান ও পূজা, অষ্টমীতে মহাষ্টমীর অঞ্জলি আর নবমীতে পূর্ণ আহ্বানের পর দশমীতে দেবীকে বিদায় জানানো হবে।

কোজাগরী পূর্ণিমা ২০২৬: লক্ষ্মীর আরাধনার দিন

দূর্গাপুজো শেষ হতেই বাঙালির ঘরে ঘরে আসে কোজাগরী লক্ষ্মীপুজো। আগামী বছর এটি পড়ছে ২৫ অক্টোবর ২০২৬ (রবিবার)। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসারে ধনসম্পদ ও শান্তি আসে—এমনটাই বিশ্বাস। দেশের নানা প্রান্তে এই দিনটি ‘শারদ পূর্ণিমা’ নামেও পরিচিত।

Also Read |    ডান্ডিয়া অনুষ্ঠানে ঢুকে গণপিটুনির শিকার মুসলিম যুবক!

কালীপুজো ও দীপাবলি ২০২৬: আলোর উৎসব

দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর পরের বড় উৎসব হল কালীপুজো ও দীপাবলি। আগামী বছর এই আলোর উৎসব পড়ছে ৮ নভেম্বর ২০২৬ (রবিবার)। অন্ধকার দূর করে আলো আনতে মা কালীর আরাধনা করা হয় এই দিনে। বাংলার পাশাপাশি সারা দেশেই দীপাবলির আনন্দে মেতে ওঠে সবাই।

এক নজরে ২০২৬ সালের পুজো ক্যালেন্ডার

মহালয়া: ১০ অক্টোবর (শনিবার)

মহাষষ্ঠী: ১৭ অক্টোবর (শনিবার)

মহাসপ্তমী: ১৮ অক্টোবর (রবিবার)

মহাষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার)

মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)

বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

কোজাগরী পূর্ণিমা: ২৫ অক্টোবর (রবিবার)

কালীপুজো ও দীপাবলি: ৮ নভেম্বর (রবিবার)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন