HomeWest BengalKolkata Cityযাত্রীদের জন্য বড় সুখবর, দুর্গাপুজোয় আনলিমিটেড মেট্রো যাতায়াতের নতুন স্মার্ট কার্ড

যাত্রীদের জন্য বড় সুখবর, দুর্গাপুজোয় আনলিমিটেড মেট্রো যাতায়াতের নতুন স্মার্ট কার্ড

- Advertisement -

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) সময় ঠাকুর দেখা মানেই মেট্রোতে উপচে পড়া ভিড়। প্রতি বছরই রাজধানী শহরে প্যান্ডেল হপিংয়ের জন্য লাখ লাখ মানুষ মেট্রো রেলে ভরসা করেন। ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার জন্য এ বছর নতুন স্মার্ট কার্ড চালু করল কলকাতা মেট্রো রেল। এই কার্ডের সাহায্যে যাত্রীরা নির্দিষ্ট দিনগুলিতে আনলিমিটেড যাতায়াত করতে পারবেন।

দুটি অপশনে পাওয়া যাবে এই কার্ড— ৩ দিনের জন্য ২৫০ টাকা ও ৫ দিনের জন্য ৫৫০ টাকা। এর মাধ্যমে কলকাতার যেকোনও রুটে অসংখ্যবার যাতায়াত সম্ভব হবে। ফলে ঠাকুর দেখার মরশুমে কাউন্টারের লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা এড়ানো যাবে।

   

মেট্রো সূত্রে জানা গিয়েছে, গত বছর দুর্গাপুজোর সময় প্রায় ৯ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করেছিলেন। এবছর নতুন একাধিক রুট চালু হওয়ায় যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে আশা। হাওড়া-ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত নতুন করিডরে প্রতিদিন ভিড় বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষের অনুমান, এবছর দুর্গাপুজোর সময় যাত্রীসংখ্যা ১২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।

সেপ্টেম্বরের পরিসংখ্যানই সেই ইঙ্গিত দিচ্ছে। ১১ সেপ্টেম্বর মেট্রোতে চড়েছেন ৭.৬৭ লক্ষ যাত্রী। ১২ সেপ্টেম্বর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭.৯৫ লক্ষ। ১৪ সেপ্টেম্বর রবিবার হওয়ায় কিছুটা কম হলেও প্রায় ৩.৯ লক্ষ মানুষ মেট্রো ব্যবহার করেছেন। আবার ১৫ সেপ্টেম্বর যাত্রীসংখ্যা ছিল ৭.৮৩ লক্ষ। স্পষ্ট বোঝা যাচ্ছে, পুজো যত ঘনিয়ে আসছে ততই যাত্রীসংখ্যা লাফিয়ে বাড়ছে।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর সময় শুধুমাত্র দিনের বেলাতেই নয়, রাতভরও বিশেষ মেট্রো চলবে। এতে দর্শনার্থীরা সহজেই এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যেতে পারবেন। একই সঙ্গে আনলিমিটেড স্মার্ট কার্ড থাকলে আর আলাদা টিকিট কাটার দরকার হবে না। এতে ভিড় নিয়ন্ত্রণে রাখা এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

অন্যদিকে মেট্রোর আয়ও বেড়েছে নতুন রুট চালু হওয়ার পর থেকে। প্রতিদিনই যাত্রীসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দুর্গাপুজোতে সেই রেকর্ড ভাঙবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। তাই এই উৎসবকে কেন্দ্র করে অবাধ যাতায়াতের ব্যবস্থা করতে বিশেষ স্মার্ট কার্ড চালু করা হয়েছে।

যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে, আগাম এই কার্ড সংগ্রহ করে রাখলে কাউন্টারে সময় নষ্ট করতে হবে না। যেকোনও রুটে, যতবার খুশি ভ্রমণ করা যাবে। দুর্গাপুজোর ভিড়েও ঠাকুর দেখা হবে ঝামেলাহীন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular