Heavy Rainfall: আকাশ ফুটো করে ঝরছে বৃষ্টি, শারোদৎসবের আগে দুর্যোগ, ক্ষতি

শারোদৎসবের আগে দুর্যোগের কালো ছায়া রাজ্যজুড়ে। পুজোর আনন্দ পন্ড করতে ফের হাজির হচ্ছে নিম্নচাপের বৃষ্টি (Heavy Rainfall)। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। Advertisements হাওয়া অফিসের…

শারোদৎসবের আগে দুর্যোগের কালো ছায়া রাজ্যজুড়ে। পুজোর আনন্দ পন্ড করতে ফের হাজির হচ্ছে নিম্নচাপের বৃষ্টি (Heavy Rainfall)। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস, হাতে মাত্র আর দুদিন, আর তারপরেই অর্থাৎ রবিবার ওড়িশা ও বাংলা উপকূলে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা কিনা পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে সেটি পরিণত হবে নিম্নচাপে। তার জেরে পুজোর মুখে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গজুড়ে বলে খবর। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বীরভূমের বিভিন্ন এলাকাতেও। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ অর্থাৎ শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মালদহ বাদে উত্তরবঙ্গের বাকি জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে।

Advertisements

এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনার প্রভাব যথেষ্ট কৃষিকাজের ওপর যে পড়েছে তা বলাই বাহুল্য। কারণ হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে অগাস্ট মাসের শুরুতে বৃষ্টির ঘাটতি ছিল ৫০ শতাংশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই বৃষ্টির ঘাটতি কমে ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে ঘাটতি আরও কমবে। এই বৃষ্টি আমন ধান চাষে কিছুটা সহায়ক হলেও সবজি চাষের ক্ষতি হবে।

ফলে আপনারও যদি পুজোতে হই হুল্লোড়, পুজোর আগের কেনাকাটি করার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আপনার সেই আশা নিরাশায় পরিণত হতে পারে।