ডিভিশন বেঞ্চে অনিকেত মাহাতোর জয়, আইনি লড়াইয়ে নয়া দিগন্ত

Aniket Steps Down from Junior Doctors Front’s Board of Trustees, Spark in Leadership
Aniket Steps Down from Junior Doctors Front’s Board of Trustees, Spark in Leadership

কলকাতা, মঙ্গলবারঃ দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বড় জয় পেলেন চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahato) । পশ্চিমবঙ্গ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দিয়েছে, অনিকেত মাহাতোকেই তাঁর পুরনো কর্মস্থল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পোস্টিং দিতে হবে। বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে।

এই রায়ের ফলে রাজ্যের আলোচিত “আরজি কর আন্দোলন”-এর অন্যতম মুখ অনিকেত মাহাতোর প্রশাসনিক পুনর্বহাল কার্যত নিশ্চিত হল। হাইকোর্টের এই সিদ্ধান্তকে আইনি মহলে এক গুরুত্বপূর্ণ নজির বলে মনে করা হচ্ছে।

   

য়ের পর জয়**অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল প্রায় এক বছর আগে। আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকালে কিছু প্রশাসনিক সিদ্ধান্ত ও আন্দোলন সংক্রান্ত বিতর্কের জেরে তাঁকে স্থানান্তর করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু গত কয়েক মাস আগেই রায়ে জানান, অনিকেত মাহাতোকেই তাঁর আগের কর্মস্থলে ফিরিয়ে দিতে হবে। তবে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করে। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মন্ত্রীর বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে।

এর ফলে, আইন অনুযায়ী, এখন আরজি কর মেডিক্যাল কলেজেই অনিকেত মাহাতোর পুনরায় যোগদান নিশ্চিত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন