HomeWest BengalKolkata CityDilip Ghosh: 'প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে গিয়েছিলেন মমতা', কটাক্ষ দিলীপের

Dilip Ghosh: ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে গিয়েছিলেন মমতা’, কটাক্ষ দিলীপের

- Advertisement -

লোকসভা ভোটের আগে বাংলা সফরে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলায় এসে কয়েক কোটি টাকার প্রকল্পের সূচনা করেন মোদী। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা যায়নি।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমের সামনে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে স্রেফ সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। যদিও এই বৈঠকে কী কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে ইঙ্গিত দিলেন খোদ বিজেপি সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে বড় দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ বিপদে পড়েছেন, তাই উনি সব জায়গায় দৌড়াচ্ছেন। তিনি কংগ্রেসের সঙ্গে পেরে উঠছেন না, দল ও নেতাদের বাঁচাতে অনেক কিছু করছেন। গতবার যখন প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, তখন তিনি কোনো কথা বলেননি। আজ সেই বাধ্যবাধকতা কি? শাহজাহান শেখের মতো নেতারা ধীরে ধীরে ইডির নজরদারিতে আসছেন এবং দল ভেঙে পড়ছে। এজন্য তিনি নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে গিয়েছিলেন।”

   

গতকাল রাজভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক রয়েছে। বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। দু’দিনের বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular