Dilip Ghosh:রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির ঘটনাকে ‘স্ক্রিপ্টেড’ বলল দিলীপ

Dilip Ghosh Visits Delhi BJP Headquarters, Discusses Preparations for 2026 West Bengal Elections"
Dilip Ghosh Visits Delhi BJP Headquarters, Discusses Preparations for 2026 West Bengal Elections"

শনিবার সকালে প্রাতঃভ্রমণে এসে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করল দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এই ঘটনার জন্য তৃণমূলের একাংশকে দায়ী করেন তিনি। এখানেই শেষ নয় এই পুরো ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলেও দাবি করেন তিনি। নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর তৃণমূলকে একহাত নেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধেবেলায় এক তরুণীর অভিযোগ করেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা করেন। তাঁকে চাকরিও টোপ দেওয়া হয়। তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করার পর থেকে রাজ্যরাজনীতি তোলপাড় হয়ে পড়ে। এই বিষয়েই দিলীপ ঘোষ বলেন, পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল।ওরা একাই চেঁচাচ্ছে। সবাই জানে এর পিছনে কে আছে। তৃণমূল মহিলাদের সম্মান করে না। তাঁদের ব্যবহার করে। এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। সম্মানীয় মানুষকে কীভাবে অপমান করতে হয়, তৃণমূল তা দেখিয়ে দিয়েছে।”

   

এখানেই শেষ নয়, পুলিশি তদন্তের বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ” লিশ তো তদন্ত কমিটি করবেই। আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করুন তদন্ত দল তৈরি হয়ে যাবে। বাকি হাজার, কোটি খুন,ধর্ষণ সেখানে কতজন গ্রেপ্তার হয়েছে? মানুষ তৃণমূল নেতাকে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশ কী করেছে?” ইতিমধ্যেই পুলিশ একটি সিট গঠন করেছে যেখানে ৮ জন আধিকারিক আছে বলে জানা গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন