Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CityKolkata: কলকাতা বিমান বন্দরে গ্রেফতার হিরে পাচারকারী

Kolkata: কলকাতা বিমান বন্দরে গ্রেফতার হিরে পাচারকারী

রাজ্য জুড়ে চলছে একের পর এক পাচারের ঘটনা৷ এবার দেখা গেল মূল্যবান হীরে পাচার ! তাও আবার বিমানবন্দরে। সূত্রের খবর থেকে জানা যায়, আয়কর দফতরের কাছে খবর ছিল মুম্বই থেকে কয়েক কোটি টাকা মূল্যের হিরে নিয়ে এক ব্যক্তি কলকাতায় (Kolkata) আসছে। তাদের কথামত বিমানবন্দরে তৈরি ছিল আইটি টিম ও বিমানবন্দরের নিরাপত্তা টিম।

Advertisements

ওই ব্যক্তি বিমানবন্দরে নামতেই তাঁকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার পাশাপাশি মুম্বাই থেকে আনা তার সমস্ত পোশাক তল্লাশি করা হয় আর সেখান থেকেই পাওয়া যায় সেই মূল্যবান হীরা । লোকসভা ভোটের আগে আয়কর দফতর-সহ বিভিন্ন সংস্থাকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বিশেষ নজরদারি চালাতে। তাই বর্তমানে বিমানবন্দর জুড়ে চলছে বিশেষ তল্লাশি। জানা গিয়েছে,মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল সেই হীরা। তবে তা বৈধ না অবৈধ তা যাচাই করতেই বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও এর প্রকৃত সত্যতা খতিয়ে দেখছে আয়কর দফতর।

Advertisements

এরইমধ্যে এত দামি হিরে নিয়ে মুম্বই থেকে আসার কারণ কি? তাছাড়া কে মুম্বই থেকে এই হিরে পাঠিয়েছে এবং কলকাতাতেই বা কাকে তা পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যে ব্যক্তিকে ধরা হয়েছে, তাঁকে মিডলম্যান বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সঠিক সত্যতা যেনে উঠতে পারেনি আইটি টিম ও বিমানবন্দরের নিরাপত্তা টিম।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments