HomeEntertainmentআসছে 'রঘু ডাকাত', শীঘ্রই শুরু হচ্ছে শুটিং!

আসছে ‘রঘু ডাকাত’, শীঘ্রই শুরু হচ্ছে শুটিং!

- Advertisement -

দেবের সিনেমা ‘রঘু ডাকাত’-কে (Raghu Dakat) ঘিরে বেশকিছুদিন ধরেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল বিনোদন জগতে। কবে মুক্তি পাবে এই সিনেমা? কবেই বা শুরু হবে এই সিনেমার শুটিং? বিনোদন প্রেমীদের মনে এই প্রশ্ন বেশকিছুদিন ধরেই ঘোরাফেরা করছিল। কিন্তু উত্তর ছিল অজানা। তার মধ্যেই প্রকাশিত হয়েছে ‘টেক্কা’ (Tekka) সিনেমার টিজার। সেই টিজারে দেখা গেছে সুপারষ্টার দেব (Dev) একজন ছোট্ট মেয়েকে কিডন্যাপ করে ছুটছেন। তার পেছনে ছুটছেন রুক্মিণী।

রুক্মিণীর এই লুক আবার অনেকের পছন্দ হয়েছে খুব। একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন রুক্মিণী। আবার এই ছবির প্রচারকে ঘিরে উঠেছে বিতর্কের ঢেউ। অনেকে মনে করছেন আরজি কর কাণ্ডের আবহে ব্যবহার করে প্রচার করতে চাইছেন দেব (Dev)। এই নিয়ে তৃণমূলের অভ্যন্তরেই মতানৈক্যের সৃষ্টি হয়েছে।

   

কিন্তু এই বিষয় তো গেলো ‘টেক্কা’-কে নিয়ে। এবার আসি ‘রঘু ডাকাত’-এর কথায়। আগেই জানা গেছিলো ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। আজ থেকে চারবছর আগে এই ছবি নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF) ২০২১ সালের শুরুতে এই সিনেমার শুটিং-এর কথা ঘোষণা করেছিল। কিন্তু নানান কারণে এই ছবি মুক্তির দিন পিছিয়ে গেছে।

সূত্র মারফত জানা গেছে, এই ছবির চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দেবের সঙ্গে শুটিং-এর ডেট নিয়েও ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়েছে। আরও জানা গেছে এই মুখুরতে টিম ‘রঘু ডাকাত’ লোকেশন রেকি (শুটিং শুরু করার আগে শুটিং-এর লোকেশন পর্যবেক্ষণ করাকে রেকি বলে) করতে ব্যস্ত। এর আগে ধ্রুব মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’ নিয়ে দর্শকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়া দেখা যায়। তবে এই সিনেমায় কোনওরকম ত্রুটি রাখতে চাইছেন না পরিচালক। যদিও নির্মাতাদের তরফ থেকে এখনও কোনও তথ্য প্রকাশ্যে জানানো হয়নি।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই মুহূর্তে ‘খাদান’ ছবির শুটিং-এর কাজে ব্যস্ত রয়েছেন দেব। খুব সম্ভবত বড়দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি। মনে করা হচ্ছে প্রাথমিকভাবে দেবকে ছাড়াই শুরু করা হবে ‘রঘু ডাকাত’-এর শুটিং। তারপর দেব সময় দেবেন এই ছবিতে। ইতিমধ্যেই ‘টেক্কা’ এবং ‘খাদান’ (Khadaan) ছবির ঝলক দেখার পর অনেকেই মনে করছেন অভিনেতা হিসেবে নিজেকে আরও দক্ষ করে তুলছেন দেব। দেব ভক্তরা এখন শুধু তার আসন্ন সিনেমাগুলোর অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular