গরুপাচার কাণ্ডে “কমান্ডো কবীর” দেবকে জেরা সিবিআইয়ের

মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন সাংসদ দেব। এদিন নিজাম প্যালেসের ১৪ তলায় দেবকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এমনকি তাঁর বয়ান অবধি রেকর্ড করা হচ্ছে বলে খবর।

Advertisements

সিবিআই সূত্রে খবর, ৫ পাতার প্রশ্নমালা নিয়ে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। নির্ধারিত সময় সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে তৃণমূল সাংসদ পৌঁছে যান ।

   

Advertisements

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই হয়তো উঠে এসেছে দেবের । যদিও ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।

সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে একাধিক তথ্য হতে এসেছে তাদের। করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই উঠে আসে ঘাটালের নাম। কোন পথ দিয়ে গরু পাচার হতো সে ব্যাপারেও গোয়েন্দা সংস্থার কাছে কিছু খবর এসেছে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত আরও খবর, ঘাটালের রাস্তা দিয়ে গরু পাচার চালানো হতো বলে মনে করছে সিবিআই। দেব সেখানকার সাংসদ। তাই এ ব্যাপারে তাঁর বক্তব্য শুনতে চাইছেন তদন্তকারীরা।