R G Kar Hospital: মৃত মেডিকেল ইন্টার্ন শুভ্রজ্যোতি নার্ভের ওষুধ খেত নিয়মিত

অতিরিক্ত নার্ভের ওষুধ মৃত্যুর কারণ? শুভ্রজ্যোতি দাসের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। আর জি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন শুভ্রজ্যোতি কেন এত নার্ভের ওষুধ নিয়ে অনলাইনে খোঁজ করছিল তাও তদন্তের অন্যতম বিষয়।

নিমতার বাসিন্দা শুভ্রজ্যোতি টানা ৬ বছর ধরে নার্ভের ওষুধ খাচ্ছিল বলে জানা গেছে।অতিরিক্ত ওষুধ সেবনের ফলেই মৃত্যু বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।তদন্তে উঠে এসেছে সে ইন্টারনেট ঘেঁটে সে অবসাদ কাটানোর উপায় খুঁজেছিল।

   

মৃত এই জুনিয়র চিকিৎসকের পরিবারের দাবি, মঙ্গলবারের পর তাকে দেখতে পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাকে অচৈতন্য অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিন গভীর রাতে তার মৃত্যু হয়। শুভ্রজ্যোতি নার্ভের সমস্যায় ভুগছিল বলে জানিয়েছে তার আত্নীয়রা। সে খুব একলা থাকত। বুধবার তার কোনও খোঁজ না মেলায় বৃহস্পতিবার শুভ্রজ্যোতিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন