৬ এপ্রিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির সম্ভাবনা

বুধবারই কেন্দ্রীয় সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের সম্পূর্ণ মহার্ঘ ভাতা দিয়ে উঠতে পারেনি। কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ এর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল।

আর এই নিয়েই আগামী ৬ এপ্রিল সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়, সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই এই মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৩৪ শতাংশ। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও ডিআর (DR) ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীরা সুবিধা পাবেন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে এই ভাতা। দেশের ঊর্ধমুখী বাজারদরের ভিতর এর ফলে খানিকটা স্বস্তি পেলেন পেনশনভোগী এবং সরকারী কর্মচারীরা।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন