HomeWest BengalKolkata CityCyclone Alert: ঘূর্ণিঝড় আসছে, মৎস্যজীবীদের উপকূলে ফেরার নির্দেশ

Cyclone Alert: ঘূর্ণিঝড় আসছে, মৎস্যজীবীদের উপকূলে ফেরার নির্দেশ

- Advertisement -

Cyclone Alert: সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আরও শক্তি বাড়িয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল, তা বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে। ওই সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে থাকবে সেই সম্ভাব্য গভীর নিম্নচাপ। শনিবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

সেই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উপকূলবর্তী তামিলনাড়ু ও পুদুচেরির একাংশ এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের একাংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

   

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য তামিলনাড়ু উপকূল থেকে ওড়িশা উপকূল বরাবর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে মৌসম ভবন। কারণ সমুদ্রে হাওয়ার বেগ যথেষ্ট বেশি থাকবে। সর্বোচ্চ বেগ ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের কার্যত কোনও প্রভাব পড়বে না। তাপমাত্রা কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোনও সতর্কতা জারি করা হয়নি পশ্চিমবঙ্গের জন্য। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। শুষ্ক থাকবে জেলার আবহাওয়া।আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular