
পঞ্চায়েত ভোটে জাল ব্যালট পেপার তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ, পুরুলিয়া বাড়তি ব্যালট তৈরি করার নির্দেশ দেওয়া হয় একাধিক সরকারী অফিসারকে। তারা লিখিত নির্দেশ চান। তা না দিয়ে প্রবল চাপ তৈরি করে ‘কম্পালসারি ওয়েটিং’-এ পাঠানো হয়েছে।
পঞ্চায়েত ভোটে জাল ব্যালট তৈরির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, যে রাজ্যে জাল ওএমআর শিটে চাকরি হয়, সে রাজ্যে জাল ব্যালটের আশঙ্কা আছে।
সেলিম বলেছেন, গতবার ব্যালট বাক্স পুকুরে ফেলা হয়েছিল। এবার যাতে বুথ থেকে ব্যালট বাক্স ঠিক মতো স্ট্রংরুমে নিয়ে যাওয়া হয়, স্ট্রংরুমে যাতে সিসিটিভি সঠিকভাবে ব্যবহার করা হয় এগুলি নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব, মানুষের কিন্তু নজরদারি থাকবে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










