Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CityCPIM: নিখোঁজ শিক্ষক চাকরী প্রার্থীদের খোঁজে বাম যুবনেত্রী মীনাক্ষী

CPIM: নিখোঁজ শিক্ষক চাকরী প্রার্থীদের খোঁজে বাম যুবনেত্রী মীনাক্ষী

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে দ্রুত নিয়োগের দাবিতে শহীদ মিনারের সামনে ৭০ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন হবু শিক্ষকরা। বৃহস্পতিবার আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ৷ গ্রেফতার করা হয় ৭৭ জনকে৷ পরে চারজনের খোঁজ না পেতেই ময়দান থানায় যান সিপিআইএম (CPIM) নেত্রী মীনাক্ষী মুখার্জি।

Advertisements

পরে জানা যায় ৭৭ জনকে লালবাজারে গ্রেফতার করে লালবাজারে নিয়ে গেছে পুলিশ৷ সূত্রের খবর, লালবাজারের বাথরুমে ফিনাইল খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন চার জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের জোরজবরদস্তি তুলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

Advertisements

আন্দোলনকারীদের অভিযোগ, আচমকা ধর্না মঞ্চে এসে তাদের উঠে যেতে বলে পুলিশ। শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরাতে চেষ্টা করে পুলিশ। কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে অভিযোগ নিয়ম না মেনে আন্দোলন করার কারণেই তাদের তুলে দেওয়া হয়েছে।

এরপর চারজনের খোঁজ না পাওয়ার খবর মিলতেই লালবাজারে উপস্থিত হন মীনাক্ষী মুখার্জি সহ বাম যুব নেতারা৷ থানায় গিয়ে জানতে পারেন চার জন চাকরীপ্রার্থী ফিনাইল খেয়েছে। ফিনাইল এল কোথা থেকে প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments