CPIM: ‘বেশ করেছে’, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা নিয়ে কটাক্ষ সুজনের

সাত সকাল থেকে জেরা চলছে। রেশন দুর্নীতির তদন্তে বিপুল লেনদেনে নজর ইডির। সেই সূত্রে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে ও তাঁর আপ্তসহায়কের ফ্ল্যাটে চলছে তল্লশি। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ আট জায়গায় চলছে ইডি তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সল্টলেকের বি সি ব্লকে মন্ত্রীর ঘরে ঢোকেন ED গোয়েন্দারা। বাড়ি ঘিরে ফেলা হয়েছে। জেরা চলছে মন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী।

সুজন চক্রবর্তী বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি গেছে এটার মধ্যে নতুনত্ব কী আছে? এটা তো স্বাভাবিক। বাকিবুরের কাছে যদি ১০০ কোটি টাকা পাওয়া যায়, ৯৫ টার বেশি সম্পত্তি, ১৬০০-র বেশি কাঠা জমি…জমিদার সব! লুঠেরার দল তারা এবং তার যারা অংশীদার, শরীক যারা, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যাবে, যাওয়াটা স্বাভাবিক। এমন মন্ত্রী যে তার চালকলেও দুর্নীতি করার জন্য ১০০ কোটি টাকা, বিএ না সিএ তার ৩টি ফ্ল্যাট, মেয়ে…তার ৪ কোটি টাকার টিউশন ইনকাম। ফাজ়লামি হচ্ছে এসব! বেশ করেছে।“

   

তিনি আরও বলেন, “আমি আপনাদের মনে করিয়ে দি যে বিধানসভায় আমি একাধিকবার প্রশ্ন করেছিলাম, মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব বলতেন আমরা ১০ কোটি মানুষকে রেশন দি। গর্ব করার জন্য বলতেন। আমি তখনও বলেছিলাম পশ্চিমবাংলার জনসংখ্যা সাড়ে ৯ কোটি, অন্তত ২০ % নেয়না, তাহলে সাড়ে ৭ কোটি! তাহলে সাড়ে ৭ কোটির জায়গায় ১০ কোটি কী হচ্ছে! ২.৫ কোটি মানুষের রেশনের টাকা সপ্তাহে লুট করা হয়েছে অর্গানাইজডলি সরকারীভাবে। উত্তর দেয়নি মুখ্যমন্ত্রী, উত্তর দেয়নি সরকারের দফতর। টাকা লুঠ করেছে, ধরা পড়বে! বরং যেন জ্যোতিপ্রিয়তে আটকে না যায়, প্রশ্ন এটাই।“

তদন্তে আগেই ধৃত বাকিবুরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চলছে ইডি অভিযান। জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন সেই সময় থেকে খাদ্য দফতরের নথি বাকিবুরের কাছে কী করে গেল তা জানতে চায় ইডি। নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান আপাতত ইডি হেফাজতে। মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে আছেন ইডি নজরে। তার নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই যায় ইডি। দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। তাকে জেরার পরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাকিবুরকে গ্রেফতারের পর থেকেই ইডি দাবি করে প্রভাবশালী মন্ত্রীর যোগ পাওয়া গেছে। এরপরেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে ঢুকল ইনি।মন্ত্রী সাফ জানিয়েছেন বাকিবুরকে তিনি চেনেন না।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত একশ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন