Sujan Chakraborty: শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বাম নেতা সুজন

CPI(M) leader Sujan Chakraborty in the hospital

শ্বাসকষ্টসহ একাধিক অসুখে ভুগছেন বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী (CPI(M) leader Sujan Chakraborty)। বুধবার তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

সিপি(আই)এম সূত্রে খবর, সুজন চক্রবর্তীরও করোনা পরবর্তী সময় থেকেই বেশ কিছু শারীরিক সমস্যা থেকে গিয়েছে। সূত্রের খবর, সেই কারণেই চেকআপের জন্য বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান বাম নেতাকে। আগামিকাল অর্থাৎ শুক্রবারই ছেড়ে দেওয়া হবে।

   

সূত্রে খবর, বুধবার সকালে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুজন চক্রবর্তীকে৷ ফুল বডি চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি৷ তেমন গুরুতর কোনও বিষয় নয়৷ বড় কোনও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এমন সম্ভাবনা নেই বলে জানা গেছে।

প্রসঙ্গত, এই মুহুর্তে সরকারি পদে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে খবরের শিরোনামে রয়েছন সুজন চক্রবর্তী। বাম আমলে চাকরিতে দুর্নীতির অভিযোগে বারবার শাসক দলের তরফে নিশানা করা হয়েছে বাম নেতা সুজন চক্রবর্তীর দিকে। কখনও তাঁর স্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কখনও তাঁর পরিবারের সদস্যদের চাকরির তালিকা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। এরই মধ্যে সুজন চক্রবর্তীর অসুস্থতার খবরে আলোড়ন ছড়িয়েছে।
#SujanChakraborty #CPIM #Hospitalization #RespiratoryDistress #HealthProblems #Treatment

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন