বাম সরকারের মেধা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা ভেঙেছে তৃণমূল: বিমান বসু

কলকাতায় বাম ছাত্র সংগঠন SFI সমাবেশে বিপুল ভিড়

ভারতের ছাত্র ফেডারেশনের (SFI) জমায়েতে কলকাতায় যুব জনপ্লাবন! বিধানসভায় শক্তিহীন হয়েও সিপিআইএমের ছাত্র সংগঠনটির এমন বিরাট জমায়েতে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। চর্চায় উঠে আসছে বিরোধী দল হয়েও যেভাবে পরপর ভোটে বিজেপির ভোট বাম শিবিরের তুলনায় নেমেছে তাতে চাঙ্গা (CPIM) সিপিআইএম।

বাম সরকারের মেধা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা ভেঙেছে তৃণমূল: বিমান বসু

   

কলকাতায় কলেজ স্ট্রিটে SFI সমাবেশ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন সংগঠনটির নেতারা। তবে অন্যতম আকর্ষণ ছিল ছাত্র সংগঠনের সমাবেশে প্রবীণ নেতা বিমান বসুর উপস্থিতি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাঁর ভাষণে বলেন, এ রাজ্যে গত বাম আমলে  মেধা ভিত্তিক নিয়োগ হতো। সেই ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে তৃ়ণমূল কংগ্রেসের সরকার।

ছাত্র সমাবেশ থেকে বিমান বসু বলেন, মুখ্যমন্ত্রী বলেন, সিগারেটের প্যাকেটে লিখে নাকি চাকরি হতো। হতো কিন্তু কোন সময়? ১৯৭৩ সালে।

পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হয় ১৯৭৭ সালে। টানা চৌত্রিশ বছর শাসনে থেকে ২০১১ সালে পরিবর্তন হয়। ক্ষমতায় আসে তৃ়ণমূল কংগ্রেস। একটানা তৃতীয় বার টিএমসি সরকার গড়েছে। এর মাঝে নিয়োগ দুর্নীতির জেরে জেরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

sfi

বাম ছাত্র সংগঠনের নেতারা পরপর ভাষণে তৃ়ণমূল কংগ্রেসের আমলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব হন। SFI সর্বভারতীয় জাঠার মূল স্লোগান ‘শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’। গত  ১৯ ও ২০ অগাস্ট বাংলায় প্রবেশ করেছে পর পর দুটি জাঠা। আর এ রাজ্যের জাঠা মিছিল নিয়ে সমাবেশ করে সাংগঠনিক শক্তি দেখাল এসএফআই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন