CPIM:ঘোষণা হল বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা

CPIM

বিজেপি,তৃণমূলের পর আজ শনিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (cpim)। প্রথম দফায় ১৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করার পর আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে। ঐদিন আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৪ প্রার্থীর নাম ঘোষণা করেন। বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় এ রাজ্যের ১৬টি লোকসভা আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছিলেন তিনি। প্রথম দফার প্রার্থী তালিকায় বামেদের ১৬ জন প্রার্থীর মধ্যে ১৩ জনই সিপিআইএ-এর। একটি করে আসন ফরওয়ার্ড বল্ক,সিপিআই ও আরএসপি-কে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে তালিকায় নতুন মুখ ১৪ জন রয়েছেন,তিন জন মহিলা।

দ্বিতয় দফায় আজ ৪ প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন আমাদের এখন আলচনা বাকি আছে ,বাকি আলচনা করার পর সেশ পারথিদের নাম ঘোষণা করা হবে। দ্বিতীয় তালিকায়ও আবার নতুন ১ মুখ দেখা গেল বামফ্রন্টের লোকসভার প্রার্থী তালিকয়।

   

মুর্শিদাবাদ মহম্মদ সেলিম
বোলপুর শ্যামালী প্রধান
বর্ধমান -দুরগাপুর সুকৃতি ঘোষাল (নতুন মুখ)
রানাঘাট অলোকেশ দাস

চব্বিশের লোকসভার জোট নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, বামফ্রন্টের শরিকদলগুলি ছাড়া অন্য কারও সঙ্গে কোনওদিনই জোট ছিল না। ভোটে লড়ার জন্য আসন সমঝতা হয়েছিল। এবারেও তা হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন