HomeWest BengalKolkata Cityসিলেবাসে সিঙ্গুর, ব্রাত্য নন্দীগ্রাম, কী বলল হাইকোর্ট

সিলেবাসে সিঙ্গুর, ব্রাত্য নন্দীগ্রাম, কী বলল হাইকোর্ট

- Advertisement -

সিঙ্গুর-নন্দীগ্রাম ইস্যুতে এবার জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ইতিহাসের সিলেবাসে সিঙ্গুরের ইতিহাস নিয়ে উল্লেখ থাকলেও নন্দীগ্রাম নিয়ে কোনও উল্লেখ না থাকায় হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।

আর এই বিষয় নিয়েই বেশ কয়েকদিন ধরে মামলা চলছিল আদালতে। আর সেই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, ইতিহাসের সিলেবাসে কোন বিষয় পড়ানো হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন। সিঙ্গুর আন্দোলন থাকবে কী থাকবে না?
নন্দীগ্রাম আন্দোলন থাকবে কী থাকবে না? তা পুরোটাই বিচার করবে কর্তৃপক্ষ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ডিভিশন বেঞ্চ নন্দীগ্রাম আন্দোলনকে ইতিহাসের চ্যাপ্টারে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে জনস্বার্থ মামলাকারী জ্ঞানেন্দ্রনাথ মান্নাকে।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular