HomeWest BengalKolkata CityWeather: আবহাওয়ার খামখেয়ালিপনা, মার্চের শীতলতম ভোর দেখল কলকাতাবাসী

Weather: আবহাওয়ার খামখেয়ালিপনা, মার্চের শীতলতম ভোর দেখল কলকাতাবাসী

- Advertisement -

মার্চ মাস। তবুও যেন শীতের আমেজ রয়েই গিয়েছে। বসন্ত এসে গেলেও যেন শীত পুরোপুরি উধাও হয়নি। বঙ্গে বর্তমানে যেন খামখেয়ালি আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে অন্য দিনের তুলনায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতাবাসী সোমবার সকালে শিতের আমেজ অনুভব করেছে।

আলুপুর আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম)। কলকাতায় সোমবার মার্চ মাসের শীতলতম ভোর। তবে ভোরবেলা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে তা উধাও হয়ে গিয়েছে। এমন আবহাওয়া কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই অস্বস্তিকর গরম অনুভব রাজ্যবাসীর।

   

হাওয়া মোরগ জানিয়েছে দ্রুত পরিবর্তন হবে আবহাওয়ার। ন্যূনতম ১৮.৬ ডিগ্রি তাপমাত্রা থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চের এত পার্থক্যের জন্য অনেকেই সর্দি-কাশিতে ভুগছেন।

হাওয়া অফিস থেকে জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সে দিনই কলকাতাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সোমবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানাচ্ছে হাওয়া মোরগ। রোদ উঠবে তবে বৃষ্টির কোনও সম্ভাবনা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular