
মুর্শিদাবাদের বড়ঞা কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকরা। রাজ্য নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ কংগ্রেসের।
২৩ ঘণ্টা ধরে বড়ঞায় বিডিও অফিসের সামনে বিক্ষোভে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গতকাল দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে তার এই অবস্থান বিক্ষোভ। আর সেই ঘটনার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি।
বিক্ষোভকারীদের বক্তব্য হল, রাজ্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছেন। এবং তাদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখনো পর্যন্ত যার কোন সূরাহা হয়নি। কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে, স্লোগান দিচ্ছে চারিদিকে মোতায়েন বহু পুলিশ।
পুলিশ রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে থেকে কংগ্রেসের বিক্ষোভ সরানোর চেষ্টা করছে কিন্তু কোনো মতেই সরতে নারাজ বিক্ষোভকারীরা।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










