HomeWest BengalKolkata Cityডুমুরের ফুল সরকারি বাস, পুজোর আগে বাস সংকট

ডুমুরের ফুল সরকারি বাস, পুজোর আগে বাস সংকট

- Advertisement -

পুজোর মুখে কলকাতা ও তার লাগোয়া এলাকায় সরকারি বাস উধাও হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে বেসরকারি রুটের অনেক বাস চলছে না বলে অভিযোগ। জ্বালানির দাম বাড়ায় সংকটে বাস মালিকরা। সরকার বাস মালিকদের সমস্যার পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

কলকাতা ও তার লাগোয়া এলাকায় পুলিশের জুলুমের অভিযোগ বাস মালিকদের। এই মুহূর্তে দাঁড়িয়ে জনসাধারণের এক অন্যতম পরিবহন হল বাস পরিষেবা। পুজোর ঠিক মুখে এসেই উধাও হয়ে যাচ্ছে বাস পরিষেবা। যার ফলে সাধারণ নিত্যযাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

   

মূলত বাস মালিক সংগঠনের দাবি, জ্বালানির দাম যে পরিমাণে বেড়েছে সেই হারে বাস টিকিটের দাম বাড়েনি। সেক্ষেত্রে ডুমুরের ফুল হয়েছে রাস্তার বাস। এর পাশাপাশি বেড়েই চলেছে পুলিশের জুলুমদারি। যার ফলে বাস মালিক এবং বা শ্রমিক সংগঠন রাস্তায় বাস নিয়ে বের হতে পারছে না।

যা পুজোর আগে এক চরম ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। অন্যদিকে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাস কমে যাচ্ছে সেক্ষেত্রে বাস বাড়ানোর জন্য রাজ্য সরকারের সদর্থক ভূমিকা নেওয়া দরকার। তবে সে ক্ষেত্রে সদর্থক ভূমিকা আমরা খুঁজে পাচ্ছিনা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না তাই বাসমালিকরা বাস নামাতে পারছে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular