HomeWest BengalKolkata CityCoal Scam: কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নী রুজিরাকে ইডি জেরায় ডাক

Coal Scam: কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নী রুজিরাকে ইডি জেরায় ডাক

- Advertisement -

সিবিআইয়ের পর এবার কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি৷ আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। চলতি মাসেই এই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের পর আজ ইডির মুখোমুখি হবেন রুজিরা৷

ইডি সূত্রে খবর,  ইডির তরফে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে তলবের বিষয়ে অবগত করা হয়েছে। আজই দিল্লি একটি থেকে ইডির একটি প্রতিনিধি দল কলকাতায় উপস্থিত হবে। সরাসরি তাঁরা উপস্থিত হবেন সিজিও কমপ্লেক্সে৷ কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা।

   

এর আগে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, নিরাপত্তার বিষয়ে ২৪ ঘন্টা আগে মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে অবগত করার কথা জানানো হয়েছিল। গতকালই ইডির তরফে মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে ইডির তরফে জানানো হয়েছে। নিরাপত্তার বিষয়ে ইডিকে সুনিশ্চিত করেছেন মুখ্যসচিব এবং পুলিশ কমিশনার৷

সকাল থেকেই সিজিও কমপ্লেক্স চত্ত্বরে কড়া নিরাপত্তা পুলিশের৷ কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই তৎপর বিধাননগর কমিশনারেট৷ আর কিছুক্ষণের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন রুজিরা৷

১৪ জুন কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে উপস্থিত হয় সিবিআই কর্মীরা৷ সেখানে টানা ৭ ঘন্টা ধরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর আগে একাধিকবার কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রুজিরাকে দিল্লিতে তলব করেছিল ইডি৷ কিন্তু বারবার ইডির হাজিরা এড়িয়ে যাওয়ার পর আজ ইডির মুখোমুখি হবেন রুজিরা

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular