Coal Scam: দুয়ারে সিবিআই! মন্ত্রী মলয় ঘটক কই? তীব্র শোরগোল রাজ্যে

সিবিআই সাঁড়াশি অভিযান আসানসোল ও কলকাতায়

কয়লা পাচার (Coal Scam) তদন্তে সিবিআই (CBI) সাঁড়াশি অভিযানের কথা কি আগে ভাগে টের পেয়েছিলেন মমতা সরকারের আইনমন্ত্রী (Molay Ghatak) মলয় ঘটক? এমনই প্রশ্ন উঠছে। রাজ্য জুড়ে শোরগোল। হেভিওয়েট মন্ত্রীকে (Asansol) আসানসোল ও (Kolkata) কলকাতার বাড়িতে মেলেনি। এদিকে সিবিআই অভিযান চলছে।

Coal Scam: দুয়ারে সিবিআই! মন্ত্রী মলয় ঘটক কই? তীব্র শোরগোল রাজ্যে
কোথায় গেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক? পশ্চিম বর্ধমান জেলা তৃ়ণমূল কংগ্রেস নীরব। তেমনই দলের রাজ্য নেতারা মুখ বন্ধ করেছেন।

   

সন্ত্রাসবাদ ইস্যুতে উভয় দিকেই ডিম ঢুকিয়ে দিচ্ছে বিজেপি: বিস্ফোরক মহ:সেলিম

সিবিআই সূত্রে খবর, আসানসোলে আইন মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে অভিযান চলছে। মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনের বাড়ি সহ তাঁর আরও দু’টি বাড়িতে তল্লাশি চলছে। মন্ত্রীর আত্মীয়দের ঘরে ঢুকেছে সিবিআই। আবার কলকাতার লেক গার্ডেন্সে মন্ত্রীর বাড়িতে অভিযান চলছে। প্রতিটি বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷ মন্ত্রীর পরিবারের লোকেরা যাতে বাইরে যোগাযোগ করতে না পারে সেজন্য সমস্ত ফোন নিয়ে নেওয়া হয়েছে৷

Coal Scam: দুয়ারে সিবিআই! মন্ত্রী মলয় ঘটক কই? তীব্র শোরগোল রাজ্যে
মলয় ঘটক

এর আগে কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়িয়ে গেছেন মলয় ঘটক। কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনকে গ্রেফতার করে সিবিআই। তারা এখন আসানসোল জেলে৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পায় সিবিআই৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখে আসানসোল জুড়ে বিরাট অভিযানে নেমেছে সিবিআই৷

পরিবহণ ক্ষেত্রে বিপ্লব আনতে পারে হাইড্রোজেন জ্বালানি

আসানসোলে মলয় ঘটক, তাঁর ভাই ও আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সিবিআইয়ের বিরাট বাহিনী একযোগে একাধিক জায়গায় আজ অভিযান চালাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা থেকে আসানসোলে উপস্থিত হয়েছে বিরাট বাহিনী৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন