Coal Scam: কয়লা পাচার তদন্তে ইডির কঠিন প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন অভিষেক, তৃণমূলে বাড়ছে উদ্বেগ

mamata banerjee abhishek banerjee

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) তৃণমূল কংগ্রেসর (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করছে (ED) ইডি৷ শুক্রবার সকালে কলকাতায় ইডি দফতরে কালো গাড়ির কনভয় নিয়ে হাজিরা দেম তিনি৷ এর আগে দু বার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ হবে। রাতভর জেগে তৈরি হয়ে প্রশ্নপত্র। দীর্ঘ হতে পারে জিজ্ঞাসাবাদের পর্ব৷ এমনটাই খবর ইডি সুত্রে।

কী জিজ্ঞাসাবাদ করছে দিল্লি থেকে আসা ইডি গোয়েন্দারা। তৃণমূল জুড়ে উদ্বেগ। আগের মতো জেরা শেষে বের হবেন কি দলীয় সাধারণ সম্পাদক উঠছে এই প্রশ্ন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের আগে সিজিও কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন অভিষেকের প্রোটোকল অফিসার। সঙ্গে ছিলেন বিধাননগর পূর্ব থানার পুলিশ আধিকারিকরা।

   

Coal Scam: কয়লা পাচার তদন্তে ইডির কঠিন প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন অভিষেক, তৃণমূলে বাড়ছে উদ্বেগ

কয়লা পাচারে শুধুমাত্র অভিষেক নয়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে৷ নজরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর। এর আগে দিল্লিতে তলব নিয়ে আপত্তি ছিল অভিষেকের। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে তাঁর স্পষ্ট বক্তব্য ছিল কলকাতাতেও ইডির অফিস রয়েছে। সেখানে তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কলকাতার অফিসে একশোবার হাজিরা দিতে রাজি তিনি।

বিষয়টিকে নিয়ে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। বিজেপির তোতা হিসাবে কথা বলছে ইডি ও সিবিআই৷ কটাক্ষ করে স্যোশাল মিডিয়ায় বিশেষ পোস্ট তৃণমূলের৷ এর আগে অভিষেককে তলব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন। তিনি বলেন আগামী দিনে ওকেও নোটিশ পাঠানো হতে পারে। অভিযোগ অভিষেকের কাছে আগেই পৌঁছে গেছিল নোটিশ। সবটা জেনে তৃণমূল ছাত্র পরিষদ সমাবেশে মমতা বলেন নোটিশ পাঠাতে পারে!

Abhishek Banerjee

সব মিলিয়ে কয়লা পাচার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলবে আরও একবার উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তৃণমূলে বাড়ছে টেনশন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন