Mamata Banerjee: ৭ দিনের মধ্যে পাওনা চাই, মোদীকে চরম সময় দিলেন মমতা

CM Mamata Banerjee

রাজ্যের পাওনা টাকা নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমত ডেডলাইন বেঁধে দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ বার্তা আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্র বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠকও হয়েছে।

বাংলার বকেয়া টাকা নিয়ে ফের কড়া বার্তা কেন্দ্রকে দিল রাজ্য। শুক্রবার রাজভবনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি জানান যে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে। জানা গিয়েছে যে এই বিষয়ে ইতিমধ্যেই এই নিয়ে দিল্লিতে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বৈঠক হয়েছে। জানা যাচ্ছে যে রাজ্যের থেকে যে সকম ব্যাখ্যা চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই কেন্দ্রকরে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে বাংলার বকেয়া টাকা ছাড়া হয়নি। শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, এরপর কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হবে।

   

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারের সচিবদের এক প্রতিনিধি দল গিয়েছিলেন দিল্লিতে। সেখানে বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিংও। জানা যাচ্ছে যে সেই বৈঠকে প্রধানমন্ত্রীর দফতরের সচিবরাও উপস্থিত ছিলেন।

রাজ্যের তরফে দাবি করা হয়েছে যে সেদিনের বৈঠকে যা ব্যাখ্যা চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এর মাঝেই ফের কেন্দ্রের উদ্দেশে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি জানান বৃহত্তর আন্দোলন হবে এবং আন্দোলনের রূপরেখা কী হবে, তা পরবর্তী সময়ে স্থির হবে।

আন্দোলনের বিষয়ে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের জানিয়েছেন, ‘আন্দোলন তো আগেও হবে শুনেছিলাম। দুর্গাপুজোর পরেই আন্দোলন হবে শুনেছিলাম। রামপুজোও তো পেরিয়ে গেল। আন্দোলন তো দেখলাম না। এই ধরনের আন্দোলন করে কষ্ট করার থেকে, কেন্দ্র যে হিসেব চাইছে, সেটা দিয়ে দিলেই সমস্যা মিটে যাবে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন