Daniel Vettori: তিন বছর বয়সে ধরা পড়েছিল চোখের সমস্যা, সেই ১০০০ উইকেটের মালিক

ক্রিকেটের ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছেন যারা শারীরিক বাধ্যবাধকতাকে তাদের ক্রিকেটের পথে বাধা হয়ে উঠতে দেননি। মার্টিন ক্রো, স্টিফেন ফ্লেমিংয়ের মতো খেলোয়াড়দের পর নিউজিল্যান্ড ক্রিকেটকে…

Daniel Vettori

ক্রিকেটের ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছেন যারা শারীরিক বাধ্যবাধকতাকে তাদের ক্রিকেটের পথে বাধা হয়ে উঠতে দেননি। মার্টিন ক্রো, স্টিফেন ফ্লেমিংয়ের মতো খেলোয়াড়দের পর নিউজিল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করেছেন ড্যানিয়েল ভেট্টোরি (Daniel Vettori)। মাত্র ৩ বছর বয়সে তার চোখে সমস্যা দেখা দিয়েছিল। চশমা ব্যবহার শুরু করতে হয় তখন থেকে। কিন্তু তা সত্ত্বেও এক হাজারের বেশি উইকেট নিজের নামে নিয়েছেন ভেট্টোরি। আজ, ২৭ জানুয়ারি ৪৫ বছরে পা দিয়েছেন তিনি।

ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের অন্যতম সফল ক্রিকেটার। যখনই কিউই ক্রিকেটের প্রসঙ্গ ওঠে, তাতে অবশ্যই তার নাম উল্লেখ করা হবে। তিনি তার সময়ের অন্যতম বিস্ময়কর বাঁহাতি স্পিনার ছিলেন। ২০১৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ভেট্টোরি বর্তমানে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার পুরুষ দলের সঙ্গে যুক্ত।

   

বাঁহাতি ভেট্টোরি নিউজিল্যান্ডের ২০০তম টেস্ট খেলোয়াড়। ১৯৯৭ সালে ওয়েলিংটনে আয়োজক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ভেট্টোরি শুধু নিউজিল্যান্ডের ২০০তম টেস্ট খেলোয়াড়ই ছিলেন না, অভিষেক হওয়া দেশের সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড়ও ছিলেন। টেস্ট অভিষেকের সময় তার বয়স ছিল ১৮ বছর। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। এছাড়া দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ও ওয়ানডে খেলা মূল খেলোয়াড় তিনি। ক্যারিয়ারে ১১৩টি টেস্ট ও ২৯৫টি ওয়ানডে খেলেছেন তিনি।

ড্যানিয়েল ভেট্টোরিকে বোলিং অলরাউন্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভেট্টোরি তার ক্রিকেট ক্যারিয়ারে ১০০০ টিরও বেশি উইকেট নিতে সক্ষম হয়েছেন, যার মধ্যে তিনি আন্তর্জাতিক পিচে ৭০৫ টি উইকেট নিয়েছেন। টেস্টে ৩৬২, ওয়ানডেতে ৩০৫ ও টি-টোয়েন্টিতে ৩৮ উইকেট রয়েছে ভেট্টোরির নামে।

বল ছাড়াও ব্যাট হাতে ভেট্টোরির অসাধারণ দক্ষতা দেখা গিয়েছে । টেস্ট ক্রিকেটে ৪৫৩১ রান করেছেন তিনি। ওয়ানডেতে ২২৫৩ রান, টি-টোয়েন্টিতে ২০৫ রানের রেকর্ড রয়েছে। ড্যানিয়েল ভেট্টোরি বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি ৩০০০ প্লাস রান করেছেন।