Mamata Banerjee: লোকসভা ভোটের আগে বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee

সকাল ১০টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের আগে এক কথায় মোক্ষম ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী বলে মনে করছে বিশিষ্ট মহল।

আজ বুধবার মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পেজে লাইভ আসেন। সেইসঙ্গে বলেন, ‘বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আশা কর্মীদের ৭৫০  টাকা করে বেতন বাড়ল।
আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!’ 

   

এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘এপ্রিল থেকে আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। তারা কঠোর পরিশ্রমী হওয়ায় তারা আমাদের গর্ব। সব দুঃসময়ে তারা আমাদের পাশে থাকে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। আইসিডিএস হেল্পাররা প্রায় ৬,০০০ টাকা পান, তাদের বেতন ১ এপ্রিল থেকে ৫০০ টাকা বাড়ানো হবে। আশা করি তারা জীবনে ভালো করবে। ‘মা মাটি মানুষ’ সরকার সবসময় মানুষের পাশে থাকবে।’ 

এদিকে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্তের প্রভাব কতটা পড়বে এখন সেটাই দেখার। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন