Modi-Mamata: প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মমতা

লোকসভা ভোটের আগে রক্তারক্তিকাণ্ড ঘটিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে যান মুখ্যমন্ত্রী। এরপর তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন অনেকে। বাদ যান না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Modi)।

গতকাল প্রধানমন্ত্রী মোদী মমতার দ্রুত আরোগ্য কামনা করে এক্স-এ একটি পোস্ট লিখেছেন। লেখেন, ‘মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করছি।’ এবার আজ শুক্রবার তারই পাল্টা দিতে ভুললেন না তৃণমূল সুপ্রিমো। মমতা নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আপনার প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ।’

   

গতকাল সন্ধ্যাবেলায় তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়, ‘আমাদের চেয়ারপার্সন গুরুতর চোট পেয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করবেন সকলে।’ মুখ্যমন্ত্রী মমতার একটি ছবিও সামনে আসে, যেখানে তাঁর কপাল থেকে রক্ত বেরোতে দেখা যায়। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মাথায় সেলাই পড়ে। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।  

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন