I-PAC অফিসে ED কী করেছে? জানালেন মমতা

CM Mamata Banerjee Comments on I-PAC Raid, Alleges Data Grab by ED
CM Mamata Banerjee Comments on I-PAC Raid, Alleges Data Grab by ED

আইপ্যাক (I-PAC) তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী সংস্থা। সেই সংস্থার অফিস ও কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হানা এবং তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata on ED Raid) বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতি তুঙ্গে। আইপ্যাক অফিস থেকে বেরিয়ে এসে মমতা স্পষ্ট ভাষায় বলেন, “এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া, লুঠ করা—এটা কি করা ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরি করতে করতে তো ভোট পেরিয়ে যাবে।”

মুখ্যমন্ত্রীর (Mamata on ED Raid) অভিযোগ, ED পরিকল্পিতভাবে তৃণমূলের নির্বাচনী কৌশল ভেস্তে দিতে চেয়েছে। তিনি বলেন, “আইপ্যাক আমাদের ভোট কৌশল তৈরি করে। সেখানে হানা দিয়ে সব ডেটা, ল্যাপটপ, আইফোন, দলের যাবতীয় তথ্য, এমনকি এসআইআর সংক্রান্ত নথিও ফরেনসিক টিম এনে ট্রান্সফার করে নিয়ে গেছে। অফিসের সব টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে।”

   

মমতার দাবি অনুযায়ী, শুধু অফিসেই নয়, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও গিয়ে একইভাবে নথি ও ডেটা নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কথায়, “ল্যাপটপ থেকে এসআইআর ডেটা, স্ট্রাটেজি, প্রার্থী লিস্ট—সব লুঠ করে নিয়ে গেছে। প্রতীকের বাড়িতেও গিয়ে সব নিয়ে নিয়েছে।”

এসআইআর প্রসঙ্গেও ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী(Mamata on ED Raid) । তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে কিছু বিশিষ্ট ব্যক্তিকে হেনস্থা করছে। মমতা বলেন, “অমর্ত্য সেন, জয় গোস্বামীকে এসআইআর-এর নোটিস পাঠানো হয়েছে। এটা কি স্বাভাবিক? কমিশন বুঝে-বুঝে মানুষকে হেনস্থা করছে।”

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন