HomeWest BengalKolkata CityJadavpur University: ABVP-র মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মীদের

Jadavpur University: ABVP-র মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মীদের

- Advertisement -

শুক্রবার ABVP-র মিছিলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল গোলপার্ক। দফায় দফায় পুলিশ কর্মীদের সঙ্গে এবিভিপি কর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা। আজ ছিল গোলপার্ক থেকে যাদবপুর (Jadavpur) ৮ বি পর্যন্ত র্যাধগিংয়ের প্রতিবাদে মিছিল কর্মসূচি ছিল এবিভিপি-র।

আজ শুক্রবার যাদবপুর থানা সংলগ্ন মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব়্যাগিংমুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবিভিপি-র মিছিল শুরু হয়। এবিভিপি-র কর্মসূচি ছিল গোলপার্ক থেকে যাদবপুর ৮ বি পর্যন্ত। কিন্তু ব়্যাগিংয়ের প্রতিবাদে মিছিল শুরু হলে পুলিশ তাঁদের পথ আটকায়। এরপরই পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। দফায় দফায় পুলিশি বাধা, পুলিশ কর্মীদের সঙ্গে এবিভিপি কর্মীদের ধস্তাধস্তি হয়। ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশও লাঠি নিয়ে তেড়ে যায়। এবিভিপি- কর্মীদের মিছিল থেকে চ্যাঙদোলা করে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

   

জানা যাচ্ছে, প্রথম থেকে শান্তিপূর্ণ ভাবে মিছিল শুরু হয় গোলপার্ক থেকে। তবে মিছিলের অনুমতি না থাকায় মিছিলের শুরুতে পথ আটকায় পুলিশ। এরপরই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কয়েকজনকে আটকও করে পুলিশ। এরই মধ্যে বাকি বিক্ষোভকারীরা দৌড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে থাকেন। মিছিল যখন যাদবপুর থানার সামনে পৌঁছয়, তখন সেখানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু এরপরই আবার দ্বিতীয় দফায় মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে আসার চেষ্টা করে। তখন আবার উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। যাদবপুর থানার মোড়ে আবারও পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। ঘণ্টা খানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular