BJP: বিজেপির সল্টলেক দফতরে রাম-রাবনের সংঘর্ষ, চলছে গালিগালাজ

রাম রাবনের সংঘর্ষ চলেছে সল্টলেকে বিজেপির দফতরে। দলীয় নেতাদের বিরুদ্ধে তৃণমলের সাথে গোপন যোগাযোগের অভিযোগে বিজেপির এক গোষ্ঠি অন্য গোষ্ঠির উপর ঝাঁপিয়ে পড়েছে।

তুমুল উত্তেজনা। সাংগঠনিক রদবদল ঘটেছে বঙ্গ বিজেপিতে। কাঁথি সাংগঠনিক জেলায় বাদ শুভেন্দু ঘনিষ্ঠ সুদাম পণ্ডিত! নয়া সাংগঠনিক জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুর। বিজেপি সূত্রে খবর, বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তাপস মিত্র। মাস খানেক আগে জেলা সভাপতি হন তরুণকান্তি ঘোষ। তাঁর বিরুদ্ধেই তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন জেলার বিজেপি কর্ম-সমর্থকদের একাংশ। শুধু তাই নয়, বারাসত সাংগঠিক জেলার সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ চলল সল্টলেকে বিজেপির সদর দফতরের সামনে।

   

উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সূত্রে খবর, বারাসতের সাংগঠনিক সভাপতি ছিলেন তাপস মিত্র। তার বদলে জেলা সভাপতি হন তরুণকান্তি ঘোষ। তার বিরুদ্ধেই তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন জেলার বহু বিজেপি কর্মী। সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভে গরম সল্টলেকে বিজেপির সদর দফতর।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন