HomeWest BengalKolkata Cityশহরে ফের অগ্নিকাণ্ড, লালবাজারে গোডাউন ভস্মীভূত, ধোঁয়ায় ঢেকেছে চারিপাশ

শহরে ফের অগ্নিকাণ্ড, লালবাজারে গোডাউন ভস্মীভূত, ধোঁয়ায় ঢেকেছে চারিপাশ

- Advertisement -

লালবাজারের একটি গোডাউনে আগুন (Kolkata Fire)  লাগে বৃহস্পতিবার সকালে। স্থানীয়রা প্রথমে ধোঁয়া দেখে আতঙ্কিত হন এবং দ্রুত দমকলকে খবর দেন। খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন এবং উদ্ধারকর্মীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, লালবাজারের এই গোডাউনটি বাণিজ্যিক মালামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত হত। অগ্নিকাণ্ডের কারণে গোডাউনের ভিতরের সমস্ত মাল প্রায় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের প্রকৃতি তীব্র এবং ধোঁয়া চারপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। তাদের তৎপরতার কারণে আশপাশের দোকান ও ভবনগুলি আগুনের চাপে না পড়ে ক্ষতি কিছুটা সীমিত রাখা সম্ভব হয়েছে।

   

দমকল প্রধান বলেন, “আমাদের কাছে রিপোর্ট এসেছে যে, আগুনটি গোডাউনের মধ্যে সঞ্চিত বৈদ্যুতিক সরঞ্জাম থেকে লেগেছে। তবে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। আমাদের দমকলের টিম দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা আশেপাশের এলাকা থেকে মানুষদের সরিয়ে নিরাপদ স্থানান্তর করেছি।”

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, লালবাজারে এমন ধরনের অগ্নিকাণ্ড নতুন নয়। কয়েক মাস আগে এই এলাকায় একটি একই ধরনের আগুনের ঘটনা ঘটেছিল। তারা জানিয়েছেন, শহরের বাণিজ্যিক এলাকা দ্রুত সম্প্রসারণের ফলে সর্তকতা কমে গেছে এবং অনেক গোডাউন ও দোকানে আগুনের নিরাপত্তার সঠিক ব্যবস্থা নেই। দুর্ঘটনার সময় স্থানীয়রা ফোনে পুলিশ ও দমকল বিভাগকে বারবার খবর দেন। ধোঁয়া দেখে আশপাশের মানুষও আতঙ্কিত হয়ে যান। কিছু ব্যবসায়ী নিজ উদ্যোগে পাম্প ও জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দমকলের আগমনের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular